Connecting You with the Truth

বোমা মেরে মানুষ হত্যা বন্ধ করুন, খালেদাকে হানিফ

hanifস্টাফ রিপোর্টার:
পুত্র শোকের ব্যাথা নিয়ে কর্মসূচির নামে অন্যায়ভাবে জ্বালাও-পোড়াও, মানুষ হত্যা বন্ধ করার জন্য খালেদা জিয়াকে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।
গত কাল দুপুরে রাজধানীর মতিঝিল বক চত্বরে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে তিনি এ আহ্বান জানান। জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণ হরতাল ও অবরোধের নামে মানুষ হত্যা, জ্বালাও-পোড়াও সন্ত্রাসী রাজনীতির বিরুদ্ধে এ শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে। হানিফ বলেন, আপনি যদি বাসে আগুন দিয়ে মানুষ হত্যা বন্ধ না করেন, তাহলে এর কুফল পৃথিবীতেই ভোগ করবেন। আপনাকে কেউ রক্ষা করতে পারবে না। আপনার ছেলে হারিয়ে সেই বিচারের ফল ভোগ করছেন তা আমি বলতে চাই না, দেশের মানুষ বলবে। তিনি বলেন, একজন পুলিশ কমিশনার আমাকে জানিয়েছেন ওই সময় বিএনপির গুলশান কর্যালয়ে কোনো ডাক্তারকে ঢুকতে দেখেন নি তিনি। আর ন্যূনতম শিক্ষা এবং সৌজন্য বোধ থাকলে প্রধানমন্ত্রীকে অন্তত গেট খুলে ভেতরে প্রবেশ করাতেন। এই আচরণের মধ্য দিয়ে কেবল অসভ্যতার পরিচয়ই পাওয়া যায়। বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস একজন অর্বাচীন লোক। এমন লোক পাশে থাকলে খালেদা জিয়ার ‘ভরাডুবি’ ছাড়া কিছু হবে না বলেও এসময় মন্তব্য করেন হানিফ। আয়োজক সংগঠনের সভাপতি শামসুল আলম বকুলের সভাপতিত্বে এসময় আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু, সহ-সভাপতি মোল্লা আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

Comments
Loading...