Connecting You with the Truth

বোলিং থেকে নিষিদ্ধ ঘোষণা পেলেন সাইদ আজমল

s-8
স্পোর্টস ডেস্ক:
পাকিস্তানের অফস্পিনার সাইদ আজমলের বোলিং অ্যাকশনকে নিষিদ্ধ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকটে সংস্থা (আইসিসি)। মঙ্গলবার ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারের বায়ো-মেকানিক্যাল বিশেষজ্ঞরা আজমলের বোলিং অ্যাকশন পরীক্ষা করেন। আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আজমলের বোলিং অ্যাকশন নিয়ে নিরপেক্ষ নিরীক্ষার পর অবৈধ হিসেবে প্রমাণিত হয়েছে। ফলে সে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবে না। বোলিং করার সময় আজেমলের হাত ১৫ ডিগ্রির বেশি বেকে যায়। যা আন্তর্জাতিক ক্রিকেটে অবৈধ অ্যাকশন বলে বিবেচিত।’ তবে আজমল ব্রিসবেনে পুনরায় বোলিং অ্যাকশন পরীক্ষা করানোর সুযোগ পাবেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে আজমলের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করে ম্যাচ অফিসিয়ালরা। ২০০৯ সাল থেকেই বিতর্কিত বোলিং অ্যাকশনের জন্য আজমল একাধিকবার আইসিসি’র পরীক্ষার মুখে পড়েছিলেন। সাইদ আজমল পাকিস্তানের টেস্ট, ওয়ানডে ও টি-২০ তিন ফরম্যাটেরই সেরা বোলার। উল্লেখ্য. গত দুই মাসে পাকিস্তানের সাইদ আজমলসহ, শ্রীলংকার সেনানায়েকে, জিম্বাবুয়ের প্রসপার উতসেয়া, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও বাংলাদেশের সোহাগ গাজীর বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করে আইসিসি-যাদের সবাই-ই স্পিনার।

Comments
Loading...