Connecting You with the Truth

ব্যাংককে রিয়াজ ও কুসুম

b-5
বিনোদন ডেস্ক:
সুদর্শন পুরুষ খোঁজার প্রতিযোগিতা ‘ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম-চ্যানেল আই দি আলটিমেট ম্যান’-এর দ্বিতীয় আসর চলছে। এরই মধ্যে শীর্ষ ছয় জন নির্বাচিত হয়েছে। প্রতিযোগিতার প্রধান দুই বিচারক রিয়াজ ও কুসুম সিকদারের সঙ্গে তারা যাচ্ছেন ব্যাংককে। আগামী ২০ আগস্ট ব্যাংককের উদ্দেশ্যে উড়াল দেবেন সংশ্লিষ্ট সবাই। এই যাত্রায় আরও থাকছেন অনুষ্ঠানটির উপস্থাপিকা নুসরাত ফারিয়া মাজহার। এবারের আসরে শীর্ষ ছয়ে পৌঁছেছেন আজাদ, ওয়াসেক, শাকিব, শাহারাজ, মুন্না ও অবাক। জানা গেছে, অনুষ্ঠানের তিনটি পর্বের দৃশ্যধারণ হবে ব্যাংককে। কাজ শেষে আগামী ২৫ আগস্ট দেশে ফিরবেন তারা। চিত্রনায়ক রিয়াজ বলেন, ‘এ প্রতিযোগিতার কয়েকটি পর্বের কাজ হয়েছিল খুলনা বিভাগের নৌবাহিনীর এলাকায়। তখন নৌবাহিনীর মতো পোশাক ও টুপি পরেছিলাম। ফলে পুরনো দিনের অনেক কিছুই মনে পড়েছে আমার। কারণ আমিও একসময় বিমানবাহিনীর সদস্য ছিলাম। তাই কাজটা ভীষণ উপভোগ করেছি।’ তিনি আরও বলেন, ‘এই ছয়জনের প্রত্যেকেই মেধাবী। আমার বিশ্বাস, সম্ভাবনাকে কাজে লাগিয়ে বুদ্ধিমত্তা ও সুদর্শন ব্যক্তিত্বের মাধ্যমে তারা এগিয়ে যাবে।’

 



Comments
Loading...