Connecting You with the Truth

ব্রাজিলকে অলিম্পিক স্বর্ণ উপহার দিতে চায় নেইমার

স্পোর্টস ডেস্ক:s-9
গত বছর বিশ্বকাপে লজ্জাজনক পারফরম্যানস উপহার দিয়েছিল ব্রাজিল। আর সেই ব্যর্থতার হতাশা থেকে দেশকে মুক্তি দিতে আসন্ন অলিম্পিকের স্বর্ণ পদক জয়ের প্রত্যয় ব্যক্ত করেছেন বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা নেইমার। নিজেদের মাটিতে দুইবার বিশ্বকাপের শিরোপা না পাওয়ার হতাশায় পুড়ছে ব্রাজিলীয় ফুটবল। ১৯৫০ সালের পর ২০১৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপের সেমি-ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে ৫ বারের শিরোপা জয়ী দলটিকে। যেটি দারুণভাবে ব্যথিত করেছে ২২ বছর বয়সি নেইমারকে। জার্মানির বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচটিতে অবশ্য অংশ নিতে পারেন নি ইনজুরিতে পড়া নেইমার। এতে ৭-১ ম্যাচে পরাজিত হয় স্বাগতিক দল। বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল ৫ বার শিরোপা জয় করলেও এখনো পর্যন্ত স্বর্ণ পদকের দেখা পায়নি অলিম্পিকে। এই বিষয়টিও কুরে কুরে খাচ্ছে দেশটির অগুনিত ফুটবল অনুরাগীকে। সর্বশেষ ২০১২ সালে লন্ডনে অনুষ্ঠিত অলিম্পিকে রৌপ্য পদক জয় করেছে ব্রাজিল। যে দলটির অংশ ছিলেন বিশ্ব ফুটবলের আইকনের খেতাব পাওয়া নেইমারও। আগামী বছর রিওতে অনুষ্ঠেয় অলিম্পিকে তাই শ্রেষ্ঠত্বের খেতাব জয় করে অনুপ্রাণিত হতে চায় ব্রাজিলীয় ফুটবল।

Comments
Loading...