ব্রাজিলের গভীর জঙ্গলে কীটপতঙ্গ খেয়ে ১২ দিন
ব্রাজিলের গভীর জঙ্গলে হারিয়ে যাওয়ার পর ১২ দিন কীটপতঙ্গ খেয়ে বেঁচেছেন এক ব্যক্তি।
স্থানীয় কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো শনিবার জানায়, হারিয়ে যাওয়ার ১২ দিন পর ৬৫ বছর বয়সী গিলেনো ভিয়েরা দ্য রোচা নামে ওই ব্যক্তিকে অ্যামাজোনাস প্রদেশের রাজধানী মানাউস সিটির ৪৩৫ কিলোমিটার দূরে ভিলা দ্য সুচুন্দুরি মিউনিসিপ্যালিটি অঞ্চলের গভীর জঙ্গল থেকে উদ্ধার করেন জনৈক চাষী।
স্থানীয় পুলিশ কর্মকর্তা ফ্র্যাঁসোয়া রোচা সাংবাদিকদের জানান, ভিলা দ্য সুচুন্দুরির একটি খেলার মাঠে কর্মরত প্রকৌশলী রোচা স্থানীয় লোকজনের সঙ্গে ঝগড়া করে হোটেলে ছেড়ে ট্রান্স-অ্যামাজোনিয়া মহাসড়ক ধরে হাটতে শুরু করেন। কিন্তু সন্ধ্যা হতেই মহাসড়কের ভেতরে গভীর জঙ্গলে হারিয়ে যান তিনি।
ওই পুলিশ কর্মকর্তা জানান, ১২ দিন ধরে খোঁজাখুঁজির পর যখন তাকে ফিরে পাওয়ার আশা ছেড়ে দেওয়া হচ্ছিল, তখনই এক চাষী রোচার সর্বশেষ অবস্থানস্থল থেকে ৩০ কিলোমিটার দূরের একটি এলাকায় তাকে বেহুঁশ অবস্থায় খুঁজে পায়।
বয়স্ক হওয়া সত্ত্বেও অ্যামাজোন অঞ্চলের বাসিন্দা হওয়ার কারণেই মানসিকতা শক্ত রেখে এতো দীর্ঘ সময় কীটপতঙ্গ খেয়ে রোচা বেঁচেছিলেন বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।