Connecting You with the Truth

ব্রাজিলের ডিফেন্ডার সংশয়ে পিএসজি

s-5
স্পোর্টস ডেস্ক:
ব্রাজিলের ডিফেন্ডার ডেভিড লুইজ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইনের হয়ে লিগ ওয়ানের পরবর্তী ম্যাচে মাঠে নামতে পারছেন না বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। শনিবার রেনেসের বিপক্ষে ম্যাচে লুইজকে সাইড বেঞ্চে বসে থাকতে হবে তার ইনজুরির কারণে। চেলসি থেকে বড় অঙ্কের বিনিময়ে পিএসজিতে নাম লেখানো ব্রাজিলের এ তারকা মিস করতে যাচ্ছেন গুরুত্বপূর্ণ এ ম্যাচটি। ব্রাজিলের এ সেন্টার-ব্যাক গত শুক্রবার কলম্বিয়ার বিপক্ষে জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন। সে ম্যাচে হাঁটুতে আঘাত পান তিনি। যা তাকে পরের ম্যাচে মাঠে নামতে দেয়নি। সে ম্যাচটি ইকুয়েডরের বিপক্ষে ছিল। আর এবার তাকে নিয়ে সংশয়ে পড়েছে পিএসজি। গত মৌসুমের কোপা ডি ফ্রান্সের রানার্স আপ পিএসজি চ্যম্পিয়ন্স লিগে এবার মুখোমুখি হতে যাচ্ছে ডাচ চ্যাম্পিয়ন অ্যাজাক্সের বিপক্ষে। ক্লাবের কোচ লরেন্ট ব্লাঙ্ক লুইজকে ছাড়াই মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন। পিএসজির জন্য আরো দুঃসংবাদ হচ্ছে তারা আরেক ব্রাজিলিয়ান তারকা থিয়েগো সিলভাকেও সে ম্যাচে মাঠে নামাতে পারছে না। গত মাসে নাপোলির বিপক্ষে খেলার সময় সিলভা চোটে পড়েন।

 

Comments
Loading...