দেশজুড়ে
ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ে বাড়িতে গান বাজানোর জেরে সংঘর্ষে নিহত ২
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিয়ে বাড়িতে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন কালিকাপুর এলাকার মৃত কদম আলী বেপারীর ছেলে আব্দুস সালাম (৫৫) ও একই এলাকার মৃত দুধু মিয়ার ছেলে লাল মিয়া (৬০)। উপজেলার কালিকাপুর এলাকায় রোববার বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালসহ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, কালীকাপুর গ্রামের লাল মিয়া ও সালাম মিয়ার মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এর জের ধরে সকালে লাল মিয়ার লোকজন সালাম মিয়ার বাড়িতে হামলা করে। হামলায় সালাম মিয়া গুরুতর আহত হলে ঢাকা নেয়ার পথে মারা যান। নিহতের খবর এলাকায় পৌঁছলে সালামের লোকজন লাল মিয়ার বাড়িতে হামলা চালায়। এতে লাল মিয়া গুরুতর আহত হন। তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে চিকিত্সক মৃত ঘোষণা করে। এ নিয়ে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ঘণ্টাব্যাপী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুইপক্ষের অন্তত ২০ জন আহত হন। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশুকুমার দেব জানান, গত ২৮ জানুয়ারি রাতে কালিকাপুর গ্রামের আনু মিয়ার ছেলের বিয়েতে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে স্থানীয় লাল মিয়ার লোকজনের সঙ্গে প্রতিবেশী আবদুস সালামের লোকজনের কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনায় জের ধরে সকালে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
Highlights
লালমনিরহাটে টাখনুর নিচে প্যান্ট ঝুলে থাকায় বর্বরোচিত হামলা, আহত ৭
দেশজুড়ে
বৃহৎ চরাঞ্চলে জাপা সেক্রেটারির একক প্রার্থীতা ঘোষণা
দেশজুড়ে
শেরপুর জেলা আওয়ামী লীগের বিক্ষোভ-সমাবেশ
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য8 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে9 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়8 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়9 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস