Connecting You with the Truth

ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ে বাড়িতে গান বাজানোর জেরে সংঘর্ষে নিহত ২

brammonb

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিয়ে বাড়িতে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন কালিকাপুর এলাকার মৃত কদম আলী বেপারীর ছেলে আব্দুস সালাম (৫৫) ও একই এলাকার মৃত দুধু মিয়ার ছেলে লাল মিয়া (৬০)। উপজেলার কালিকাপুর এলাকায় রোববার বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালসহ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, কালীকাপুর গ্রামের লাল মিয়া ও সালাম মিয়ার মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এর জের ধরে সকালে লাল মিয়ার লোকজন সালাম মিয়ার বাড়িতে হামলা করে। হামলায় সালাম মিয়া গুরুতর আহত হলে ঢাকা নেয়ার পথে মারা যান। নিহতের খবর এলাকায় পৌঁছলে সালামের লোকজন লাল মিয়ার বাড়িতে হামলা চালায়। এতে লাল মিয়া গুরুতর আহত হন। তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে চিকিত্সক মৃত ঘোষণা করে। এ নিয়ে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ঘণ্টাব্যাপী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুইপক্ষের অন্তত ২০ জন আহত হন। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশুকুমার দেব জানান, গত ২৮ জানুয়ারি রাতে কালিকাপুর গ্রামের আনু মিয়ার ছেলের বিয়েতে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে স্থানীয় লাল মিয়ার লোকজনের সঙ্গে প্রতিবেশী আবদুস সালামের লোকজনের কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনায় জের ধরে সকালে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

Comments
Loading...