ব্রাহ্মণবাড়িয়ায় খালে দুই ট্রলারের সংঘর্ষ, ১৯ মরদেহ উদ্ধার
নিউজ ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ায় বালুবোঝাই ট্রলারের সঙ্গে সংঘর্ষে যাত্রীবোঝাই ট্রলার উল্টে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও ৬ জনকে। আহত ছয় জনকে ব্রহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আনিসুর রহমান রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে শুক্রবার বিকাল সোয়া ৫টার দিকে উপজেলার লইসকা বিলে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালায় বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয়রা জানান, নৌকাটি যাত্রী নিয়ে জেলার বিজয়নগর উপজেলার চম্পকনগর থেকে ব্রাহ্মণবাড়িয়ার শহরের আনন্দ বাজার ঘাটে আসছিল। বিকাল সোয়া ৫টার দিকে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রলারের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে যাত্রীবাহী নৌকাটি উল্টে সব যাত্রী নদীতে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেন।