ব্র্যাকের সড়ক নিরাপত্তা বিষয়ক কুইজ প্রতিযোগিতা
ভৈরব প্রতিনিধি:
সড়ক নিরাপত্তা কর্মসূচি ও অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জ (অফাড়পধপু ভড়ৎ ংড়পরধষ পযধহমব) কর্মসূচির উদ্যোগে সড়ক নিরাপত্তা বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। “সড়কে নিরাপত্তা আমাদের অধিকার বাস্তবায়নে চাই অঙ্গীকার” -এ শ্লোগানকে সামনে রেখে ২৭ শে এপ্রিল সোমবার কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মৌলভী কেরামতআলী বহুমুখী আলীম মাদ্রাসায় এই কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই কুইজ প্রতিযোগিতায় ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ১১০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। ১১০ জনের মধ্যে ২০ জন সর্বাধিক নম্বরপ্রাপ্ত হয়। ২০ জনের মধ্যে থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারসহ মোট ১০ জনকে বিভিন্ন পুরস্কার দেয়া হয়। এ কুইজ প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন ব্র্যাকের কিশোরগঞ্জের সোশ্যাল কমিউনিকেটর জি.এম. সুমন। আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপার মো. সাইয়েদুর রহমান ও শিক্ষকবৃন্দ এবং মেলিক সড়ক দুর্ঘটনা প্রতিরোধ কমিটির সভাপতি প্রভাষক শরীফ মুহাম¥দ আলমগীরসহ ব্র্যাকের চঝজঈ এর যোগাযোগ কর্মী ।