বড়াইগ্রামের সড়ক দুর্ঘটনায় পিতা-কন্যার মৃত্যু
বড়াইগ্রাম প্রতিনিধি, নাটোর:
বড়াইগ্রামের গড়মাটিতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষক মেহেদী হাসান (৪০) ও তার কন্যা স্কুল ছাত্রী উম্মে কুলসুম (৭) নিহত হয়েছে। গত শনিবার রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছে নিহতের স্ত্রী স্বপ্না (২৭)। নিহত মেহেদী হাসান লালপুরের ময়না গ্রামের নজরুল ইসলামের পুত্র ও বড়াইগ্রামের ভবানীপুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক। তার কন্যা উম্মে কুলসুম বনপাড়া সেন্ট যোশেফ প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। ঈশ্বরদী আত্মীয়ের বাড়ি থেকে মোটরসাইকেলযোগে স্ত্রী, কন্যাসহ বনপাড়াতে আসার পথে গড়মাটি মুছিপাড়া নামক স্থানে পৌঁছলে পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে তার কন্যা উম্মে কুলসুমের গলা পিক আপ ভ্যানের লুকিং গ্লাসের স্ট্যান্ডের সাথে আটকিয়ে ঝুলন্ত অবস্থায় থেকে যায়। ড্রাইভার গাড়িটি না থামিয়ে দ্রুত গতিতে প্রায় ৩ কি.মি. পথ অতিক্রমের পর পূর্ণকলস নামক স্থানে গাড়ি রেখে পালিয়ে যায়। সে অবস্থায়ই মেয়েটির মৃত্যু হয়। সংবাদ পেয়ে পুলিশ মেয়েটিকে মৃত অবস্থায় উদ্ধার করে। মেহেদী হাসান ও স্ত্রী স্বপ্নাকে স্থানীয় জনগণ মূমূর্ষু অবস্থায় বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে মেহেদী হাসানের অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। তার স্ত্রী স্বপ্না মূমূর্ষুাবস্থায় হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।