বড়াইগ্রামে দুইপক্ষের সংঘর্ষে আহত ১৬
বড়াইগ্রাম, নাটোর:
বড়াইগ্রামের লাথুড়িয়া গ্রামে বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৫ টায় বিবদমান দুইপক্ষের সংঘর্ষে অন্ততঃ ১৬ জন আহত হয়েছে। তার মধ্যে এক পক্ষের আলহাজ্ব আতাহার হোসেন (৭০), তার পুত্র কাজল (৪০), কাদের (৪৫), সুজন (৩৫) ও প্রতিবেশী জামাল (৪৫), অপরপক্ষের মৃত সাহাদত হোসেনের পুত্র সেকেন্দার আলী (৬২), চান্দু (৬০), জাহাঙ্গীর হোসেনকে (৫০) গুরুতর আহতবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদেরকে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেয়া হয়েছে।
এ ব্যাপারে আতাহারের পুত্র সুজন বলেন, ‘তার ভাই কাজলের উত্তরা ব্যাংক, বনপাড়া শাখায় ৭ পাতাবিশিষ্ট একটি চেক বই হারিয়ে যায়। হারিয়ে যাওয়া চেক বইটি প্রতিপক্ষ সেকেন্দার আলী কোন স্থানে কুড়িয়ে পায়। এ চেক বইটি চাওয়াতেই তার সাথে গোলযোগের সৃষ্টি হয়। এ প্রেক্ষিতেই সেকেন্দার আলী তার লোকজনসহ তাদের বাড়িতে এসে দা, ফলা, হাসুয়া ও লাঠি হাতে আক্রমণ চালায়।’
এদিকে, সাহাদত হোসেনের পুত্র জাহাঙ্গীর হোসেন বলেন, ‘কাজল আমাদের কাছে ৭ বিঘা আয়তনের একটি পুকুর বন্ধক রাখা বাবদ ১৫ লক্ষ টাকা গ্রহণ করে। পরে, পুকুরটি আমাদেরকে না দিয়ে অন্যদের কাছে লিজ দেয়। পরে আমাদের নগদ টাকা ফেরৎ না দিয়ে ১৫ লক্ষ টাকার একটি চেক দেয়। যা নিয়ে কয়েকদিন যাবৎ তাদের সাথে বিবাদ চলছে।’ জাহাঙ্গীর হোসেন আরো বলেন, ‘বৃহস্পতিবার ফজরের নামাজের পর তাদের বাড়ির পার্শ্বে তাদের সদ্য মৃত মায়ের কবর জিয়ারত করতে গেলে কাজলেরা তাদের উপর দা, ফলা, হাসুয়া ও লাঠি হাতে আক্রমণ চালায়।’
এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. খোকন মোল্লা ও বড়াইগ্রাম থানার পুলিশ কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে উভয় পক্ষে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।