Connecting You with the Truth

বড়াইগ্রামে বনপাড়া পৌরসভার উপনির্বাচনে জামায়াত প্রার্থী বিজয়ী

 বড়াইগ্রাম, নাটোর:

বড়াইগ্রামে বনপাড়া পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর পদে উপ-নির্বাচনে ফুটবল মার্কায় জামায়াত সমর্থিত প্রার্থী মো. আশরাফুল আলম শামা ৪৮৭টি ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী মো. রবিউল ইসলাম সরদার মোরগ মার্কায় পেয়েছেন ৩৭২টি ভোট। রি ববার অনুুষ্ঠিত এ উপনির্বাচনে একটিমাত্র ভোটকেন্দ্র মালিপাড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ১০১০টি। তার মধ্যে কাস্টিং ভোট ৮৭৩, অনুপস্থিত ভোটার ১৩৭ ও নষ্ট ভোট সংখ্যা ছিল ১৪টি। নির্বাচন সুষ্ঠু ও শন্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানান সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তা। উল্লেখ্য, গত উপজেলা নির্বাচনে উক্ত ৫নং ওয়ার্ডের কাউন্সিলর জামায়াত সমর্থিত প্রার্থী মো. আব্দুল হাকিম উপজেলা ভাইস-চেয়ারম্যান পদে বিজয়ী হওয়ায় আসনটি শূন্য হয়।

Comments
Loading...