Connecting You with the Truth

বড়াইগ্রামে বাল্য বিয়ে প্রতিরোধে মানববন্ধন অনুষ্ঠিত

এস এম লুৎফর রহমান, বড়াইগ্রাম প্রতিনিধি:

বড়াইগ্রামের বাহিমালি বাজারে বাল্য বিয়ে প্রতিরোধে গতকাল বৃহস্পতিবার এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাহিমালি উচ্চ বিদ্যালয় ও ব্র্যাক পল্লী সমাজের উদ্যোগে এক মানববন্ধন আয়োজিত হয়। এতে বক্তব্য রাখেন বাহিমালি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আদিলুর রহমান তুলা, সহকারী প্রধান শিক্ষক নাজমুল হোসেন, বনপাড়া ব্র্যাক কর্মসূচির সংগঠক মতিয়ার রহমান, বনপাড়া প্রেস ক্লাবের সভাপতি সাইফুর রহমান, সাধারণ সম্পাদক পিকে এম আব্দুল বারী, পল্লী সমাজ সভা প্রধান রহিমা খাতুন প্রমুখ। ‘বাল্য বিয়ে প্রতিরোধ করি, নির্যাতনমুক্ত সমাজ গড়ি’ প্রতিপাদ্য বিষয়ে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ মানব বন্ধন করা হয়।

Comments
Loading...