Connecting You with the Truth

বড়াইগ্রামে ভ্রাম্যমাণ আদালতে ১ জনের ৬ মাসের কারাদণ্ড

বড়াইগ্রাম প্রতিনিধি, নাটোর:

বড়াইগ্রামে ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবাদুল মণ্ডলকে (৪০) গতকাল সোমবার ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এবাদুল মণ্ডল উপজেলার দোগাছী গ্রামের বাবুর আলীর পুত্র। গোপন সূত্রে সংবাদ পেয়ে এএসআই ইউসুফ অভিযান চালিয়ে ৬ ফুট লম্বা একটি গাজার গাছসহ তাকে আটক করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ শরীফুন্নেসা আটককৃত এবাদুল মণ্ডলকে এ কারাদণ্ডাদেশ দেন।

Comments
Loading...