বড়াইগ্রামে শিক্ষার্থীদের মধ্যে পাঠ্য পুস্তক বিতরণ
বড়াইগ্রাম প্রতিনিধি, নাটোর:
ভার্ক সংস্থার বড়াইগ্রাম ফিল্ড অফিসাধীন ১০০টি শিখন স্কুলের ৩২০০ জন শিক্ষার্থীর মধ্যে গতকাল বৃহস্পতিবার একযোগে তৃতীয় শ্রেণির নতুন পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। ১০০টি শিখন স্কুলের মধ্যে বড়াইগ্রাম উপজেলায় ৬৪টি, লালপুরে ৩২টি ও বাগাতিপাড়ায় ৪টি স্কুল রয়েছে। উক্ত স্কুলগুলোতে গত বৃহস্পতিবার হতে ক্লাশ শুরু হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে স্কুল এসএমসি কমিটি ও অভিভাবকদের উপস্থিতিতে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই ও শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়েছে। আ. সামাদের সভাপতিত্বে আয়োজিত বই বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভার্কের বড়াইগ্রাম ফিল্ড অফিসার জয়ন্ত কুমার রায়। অনুষ্ঠানে বই সংরক্ষণ ও শিক্ষার মান উন্নয়নের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন কাজলী বেগম, নুপুর বেগম ও সুফিয়া বেগম। বছরের মাঝামাঝি সময়ে শিশুরা নতুন বই ও শিক্ষা উপকরণ পেয়ে খুব খুশি। সেই সাথে নতুন করে ক্লাশ শুরু করায় শিশুদের পাশাপাশি অভিভাবকরাও আনন্দিত। ভার্কের বড়াইগ্রাম ফিল্ড অফিসার জয়ন্ত কুমার রায় জানান, বছরের জানুয়ারিতে বড়াইগ্রাম উপজেলা শিক্ষা অফিস থেকে বইগুলো নেয়া হয় এবং ক্লাশ শুরু হয় তা এখন বিতরণ করা হচ্ছে।