Connecting You with the Truth

বড়াইগ্রামে ৭ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যা

বড়াইগ্রাম প্রতিনিধি, নাটোর:
বড়াইগ্রামের কায়েমকোলা গ্রামে আরজিনা (২০) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে পুলিশ তার স্বামী ও শাশুড়িকে আটক করেছে। নিহত আরজিনা কায়েমকোলা গ্রামের আইয়ুব আলীর মেয়ে ও একই এলাকার ফারুক হোসেনের স্ত্রী।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ও নিহতের পরিবার জানায়, দুই বছর আগে কায়েমকোলা গ্রামের আইয়ুব আলীর মেয়ে আরজিনাকে একই এলাকার ফারুক হোসেনের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী ফারুক যৌতুকের জন্য স্ত্রী আরজিনাকে মারধর করতো । পারিবারিক বিরোধের জের ধরে গত বৃহস্পতিবার রাতে স্ত্রীকে পিটিয়ে আহত করে ফারুক। অসুস্থতা বেড়ে গেলে পরিবারের লোকজন ভোররাতে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক আরজিনাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত স্বামী ফারুক হোসেন ও শাশুড়ি রাহেলা বেগমকে আটক করে। নিহত আরজিনা ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিলো বলে পরিবারের লোকেরা জানায়।

Comments
Loading...