Connecting You with the Truth

ভক্তদের কাঁদিয়ে জোয়ানের চিরবিদায়

b-8
বিনোদন ডেস্ক:
ভক্তদের কাঁদিয়ে কিংবদন্তী মার্কিন কমেডিয়ান অভিনেত্রী জোয়ান রিভার্স চিরবিদায় নিয়েছেন। মৃত্যুকালে এ শিল্পীর বয়স হয়েছিল ৮১ বছর। বৃহস্পতিবার নিউইয়র্কের সময় রাত ১টা ১৭ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গলায় অস্ত্রোপচারের জন্য গত ২৮ অগাস্ট তাকে মাউন্ট সিনাই হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচার শেষে মেয়ে মলিশা মাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যান। তবে শনিবার থেকে তার শারীরিক অবস্থার অবনতি হয়। শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে কোমায় চলে যান জোয়ান রিভার্স। পরে তাকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হয়। শুধু কমেডিই নয়, জোয়ান রিভার্স তার বহুমুখী প্রতিভার পরিচয় রেখে গেছেন নাট্যকার, অভিনেত্রী হিসেবেও। নিউইয়র্কে শুরু হয়েছিল কিংবদন্তী এই শিল্পীর পথ চলা। ‘বারবারা স্টেরিস্যন্ড’ নাটক দিয়ে শুরু করেন কর্মজীবন। তার নিজস্ব একটি কমেডি ক্লাবও ছিল। ৬০ বছরের কেরিয়ার জীবনে কখনো টক শো-র সঞ্চালক আবার কখনো নাট্যকারের ভূমিকায়, কখনো আবার পরিচালক, গয়না ডিজাইনারসহ নানা প্রতিভার এক ভাণ্ডার ছিলেন জোয়ান রিভার্স। ৯০ দশকের মাঝামাঝি রিভার্স নিজেকে ফ্যাশন কম্যানটেটর হিসেবে প্রতিষ্ঠিত করেন। ‘রেড কার্পেট’ ও ‘ফ্যাশন পলিশ’ এর হোস্টও ছিলেন জোয়ান রিভার্স। এরপর নিজেকে ব্যস্ত করে ফেলেন গয়না ডিজাইনের কাজে। কিউ ভিসিতে নিজের ডিজাইন করা গয়না বিক্রি করতেন জোয়ান। নিজের জীবন, কেরিয়ারকে নিয়ে ২০০৯ এ একটি তথ্যচিত্র তৈরি করেন তিনি। এটি সান ফ্রান্সিকো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দেখানোর জন্য মনোনীত হয়।


Comments
Loading...