Connecting You with the Truth

ভর্তি বাণিজ্যের প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন

নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনা জেলা শহরের আঞ্জুমান সরকারি উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি বাণিজ্যের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
গত কাল রবিবার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ছাত্র-শিক্ষক ও সচেতন অভিভাবকবৃন্দের ব্যানারে সকাল ১১টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধনে সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক-শিক্ষিকাসহ শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
মানববন্ধন চলাকালে আগামী ৭ দিনের মধ্যে ওই দুই বিদ্যালয়ের ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের খাতা প্রকাশ্যে মূল্যায়নের আলটিমেটাম জানিয়ে বক্তৃতা করেন জেলা পরিষদের প্রশাসক মতিয়র রহমান খান, পিপি অ্যাডভোকেট জিএম খান পাঠান বিমল, অ্যাডভোকেট সাফায়েত আহম্মদ খান, উপজেলা চেয়ারম্যান কামরুল হাসান শাহীন, হাবিবুর রহমান খান রতন, সানোয়ার হোসেন ভূঁইয়া, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আজহারুল হক তুহিন, মনোয়ার জাহান সুজন প্রমুখ।

Comments
Loading...