Connecting You with the Truth

ভাগ্য প্রক্রিয়া ও বরকতময় লাইলাতুল বরাত উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত।

এম.আর মিলন(ব্যুরো প্রধান চট্টগ্রাম ):

ভাগ্য প্রক্রিয়া ও বরকতময় লাইলাতুল বরাত উপলক্ষে বিশ্ব সুন্নী আন্দোলন, বিশ্ব ইনসানিয়াত বিপ্লব চট্টগ্রাম জেলা শাখা এর উদ্যোগে শুক্রবার রাতে আগ্রাবাদ হাজিপাড়া রহমানিয়া দরবারে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাফসিরে মাশাহিদুল ঈমান এবং তাফহিমুল বুখারী শরীফের প্রণেতা, দুররুন নিজামী শারহুত তিরমিযী শরীফের প্রণেতা, ইমামে আহলে সুন্নাত, শায়খুল হাদিস, পীরে হক্কানী, ওলীয়ে রাব্বানী, একুশ পদক প্রাপ্ত, অসংখ্য মাদ্রাসার প্রতিষ্ঠাতা, হাফেজ আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ। প্রধান আলোচক হিসাবে বক্তব্য দেন বিশ্ব সুন্নী আন্দোলন এর প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক সৈয়দ আল্লামা ইমাম হায়াত। সম্মেলনে প্রধান আলোচক বলেন, শবে বরাত সংক্রান্ত সরাসরি সুরা ‘সুরা দোখান’ শরীফের শুরুতে আল্লাহতাআলা হামীম নাম মোবারকের মাধ্যমে প্রথমে তার সকল রহমতের কেন্দ্র তার হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে স্মরণ ও অতঃপর কোরআনুল করীমের স্মরণ করেছেন। এরপর চতুর্থ আয়াত শরীফে আমরিন হাকীম বা আদেশ নাজিল ও ষষ্ঠ আয়াত শরীফে রাহমাতাম মির রাব্বিকা অর্থাৎ বিশেষ রহমত নাজিলের উল্লেখ করেছেন। হাদিস শরীফের সমস্ত কিতাবে শবে বরাতের আরো একটি মহান বিষয়ের উল্লেখ রয়েছে-মাগফিরাত বা আল্লাহতাআলার অশেষ ক্ষমা, যার পূর্বশর্ত ঈমান। নেতৃবৃন্দ দ্বীনের প্রকৃত ধারা তথা নির্দেশিত পথের পুনরুজ্জীবন এবং মিল্লাত ও মানবতার স্বাধীনতার পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

Comments
Loading...