ভাঙ্গায় আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩
ভাঙ্গা, ফরিদপুর:
উপজেলার খারদিয়া গ্রামে আবারও আ’লীগের দুই গ্র“পের সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। ভাঙ্গায় সর্বত্রই কাজী জাফরউল্লা এবং নিক্সন চৌধুরীর সমর্থক থাকায় কোন রকম বিরোধ হলেই তা দুই গ্র“পে রূপ নেয়। শনিবার রাতেও ঘটেছে এমনি ঘটনা। শনিবার রাত ৯ টার দিকে খারদিয়া গ্রামের হায়দার মোল্লা বাড়ির পাশের রাস্তায় পাট মেলতে গেলে আয়নাল মোল্লার সাথে তর্কে জড়িয়ে পড়ে। তর্কাতর্কির এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। অতঃপর গ্রামের লোকজন দুই গ্র“পে বিভক্ত হয়ে পড়ে। এ সময় দু’গ্র“পের সংঘর্ষে হায়দার মোল্লা, ফিরোজ মোল্লা, এবং লিপি বেগম মারাত্মকভাবে আহত হয়। লিপি বেগম এবং ফিরোজ মোল্লাকে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হায়দার মোল্লার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, আহত হায়দার মোল্লার পক্ষে একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং মামলার প্রক্রিয়া চলছে।