ঢাকা বিভাগ
ভাঙ্গায় তিনদিন যাবত রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১ আহত অর্ধ-শতাধিক।
ভাঙ্গা থেকে মোঃ রবিউল ইসলাম ঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বালিয়াচড়া গ্রমে সামান্য ফুটবল খেলাকে কেন্দ্র করে তিন দিনের রক্তক্ষয়ী সংঘর্ষে এক জন নিহত এবং প্রায় অর্ধ-শতাধিক আহত হয়েছে। এ ব্যাপারে ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায় গত ২১ শে ফেব্রুয়ারী রবিবার বিকালে বালিয়াচড়া গ্রামের বিল্লাল মাতুব্বরের ছেলে ও দেওলোয়ার মাতুব্বরের ছেলের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে মাঠে মারামারি হয়।বড়রা ঘটনা জানলে দুগ্রুপের মধ্যে বেধে যায় সংঘর্ষ ।এ সংঘর্ষ রাত ৮টা পর্যন্ত চলে এ সময় উভয় পক্ষের দশ জন আহত হয়। পরের দিন সোমবার সারা দিন ব্যাপী চলে সংঘর্ষ ,এ দিন কয়েকটি বাড়ি ও দোকান ভাংচুরের ঘটনা ঘটে।এ দিন প্রায় ত্রিশ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ প্রানপন চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে টহল পুলিশ মোতায়েন করা হয়। আহতদের ষোল জনকে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে বাকী সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।মারাত্বক আহত অবস্থায় ওলিয়ার রহমানকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় কিন্ত সোমবার ও উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। গতকাল মঙ্গলবার সকালে ৩য় দিনে আবার দুই গ্রুপ দেশীয় অস্ত্রনিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। চলে ধাওয়া পাল্টা ধাওয়া এ সময় দেলোয়ার এবং ভুলু হরকরা গ্রুপের জামাল শেখ(৮০) প্রতিপক্ষ বিল্লাল ও আইয়ুব আলী গ্রুপের পাচুর কাতরার আগাতে রাস্তায় লুটিয়ে পরে। নিহত জামাল সোরহাব শেখের ছেলে। তাকে ধরে ভাঙ্গা হাসপাতালে আনলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করে।এ দিকে ষংঘর্ষের খবর পেয়ে ভাংগা থানার পুলিশ এবং ফরিদপুর থেকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ দিন ভুলুও দেলোয়ার গ্রুপে লোকজন ব্যাপক ঘরবাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে বলে প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়। পরিস্থিতি শান্ত রাখতে গ্রামটিতে র্যাব,ও পুলিশ মোতায়েন রয়েছে। গ্রামটি বর্তমানে প্রায় পুরুষ শুন্য অবস্থায় রয়েছে।এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন আমি সংঘর্ষের খবর শুনে পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখার চেষ্টা করেছি। বর্তমানে যাতে আর কোন খারাপ পরিস্থির সৃষ্টি না হয় সে জন্য পুলিশ র্যাব মোতায়েন রয়েছে। জামালকে হত্যার ব্যাপারে তার স্ত্রী বাদী হয়ে থানায় একটি অভিযোগ দিয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জামালকে হত্যকারী সন্দেহে একজনকে আটক করা হয়েছে।
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য8 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে9 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়8 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়9 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস