Connecting You with the Truth

ভাঙ্গায় মাদক বিরোধী র‌্যালি ও মানববন্ধন

vangaভাঙ্গা প্রতিনিধি, ফরিদপুর:

জেলার ভাঙ্গা উপজেলায় বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এক মাদক বিরোধী র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ভাঙ্গা কে এম কলেজের ছাত্রবৃন্দ ‘আলোকিত ছাত্র সমাজ’ এর ব্যানারে উক্ত মানববন্ধন ও র‌্যালিটির আয়োজন করে। র‌্যালিটি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বাজারপাড়, বিশ্বরোড মোড় ও কোর্টপাড় হয়ে পুনরায় কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এ সময় তারা মাদক বিরোধী বিভিন্ন স্লোগান দেয়। যুব সমাজের গৃহীত এই উদ্যোগকে এলাকার সাধারণ লোকজন ও কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন। এ ব্যাপারে কে এম কলেজের প্রফেসর মো. সরোয়ার হোসেন বলেন, আমাদের ছেলেরা একটি সুন্দর উদ্যোগ গ্রহণ করেছে। তাদের এ উদ্যোগের সাথে সমাজের সকল স্তরের লোকজন একত্রিত হলে মাদকের ভয়ংকর ক্ষতি  থেকে আমাদের যুব সমাজ রক্ষা পাবে।

Comments
Loading...