ভাঙ্গায় ২ কেজি গাঁজাসহ আটক ২
ভাঙ্গা, ফরিদপুর:
উপজেলার ফাজিলপুর-লক্ষ্মীপুর থেকে গত বুধবার সন্ধ্যায় পুলিশ ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। অভিযান পরিচালনাকারী ভাঙ্গা থানা পুলিশের এস আই খলিলুর রহমান জানান, বুধবার বিকাল ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফাজিলপুর-লক্ষ্মীপুর এলাকা থেকে উক্ত ২ মাদক ব্যবসায়ীকে মাদক বিক্রিরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়েছে। আটককৃতরা হলো, মাঝারদিয়া গ্রামের করিম ফকির এবং সূর্য ফকির। করিম ফকির ও সুর্য ফকির মাদক ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচিত। ইতোপূর্বে তারা বেশ কয়েকবার বিভিন্ন মামলায় আটক হয়েছে। উক্ত ঘটনার প্রেক্ষিতে থানায় মাদক নিয়ন্ত্রক আইনে একটি মামলা করা হয়েছে বলে জানা গেছে।