Connecting You with the Truth

ভারতকে হারিয়ে ইংল্যান্ডের জয়

s-8
স্পোর্টস ডেস্ক:
শেষ ওভারে দুর্দান্ত ব্যাটিং করে ভারতকে একাধিকবার ম্যাচ জিতিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। এই কারণেই পৃথিবীর অন্যতম সেরা ‘ম্যাচ ফিনিশার’ বলা হয় তাকে। রোববার ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টি-২০ ম্যাচে যখন শেষ ওভারে ১৭ রান দরকার তখনও আশাবাদী ভারতীয় শিবির। প্রথম বলে মিড উইকেট দিয়ে বিশাল এক ছক্কা হাঁকিয়ে জয়ের রাস্তা প্রায় তৈরিই করে ফেলেছিলেন। শেষ বলটায় যখন আরেকটি ছয়ের প্রয়োজন তখন ব্যাটে-বলে কানেক্ট না হওয়ায় টি-২০ ম্যাচে ৩ রানের জয় স্বাগতিক ইংল্যান্ডের। ইংল্যান্ডের ১৮০ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই প্যাভিলিয়নে ফিরে যান অজিঙ্ক রাহানে (৮)? এরপর শিখর ধাওয়ান ও বিরাট কোহলি যে ভাবে খেলতে শুরু করেন তা দেখে মনে হচ্ছিল ভারত স্বাচ্ছন্দ্যেই ম্যাচ জিতে যাবে। রাহানে আউট হয়ে যাওয়ার পর ধাওয়ান-কোহলির জুটি ৭৯ রান তোলে। কিন্তু ২৮ বলে ৩৩ রান করে ক্রিশ ওকসের বলে আউট হয়ে যান ধাওয়ান। এরপর মাঠে নামেন সুরেশ রায়না। কোহলি ও রায়নার পার্টনারশিপ ভারতের স্কোরবোর্ডে ৪২ রান যোগ করে? অনেকদিন পর বিরাট কোহলিকে পরিচিত মেজাজেই পাওয়া যাচ্ছিল। ৪১ বলে ঝকঝকে ৬৬ রানের ইনিংস খেলেন তিনি। ন’টি চারও এসেছে তার ব্যাট থেকে। এদিন রায়নাও ভালোই ব্যাট করছিলেন। তবে হ্যারি গুরনের বলে ২৫ রানেই তাকে ফিরে যেতে হয়?ফলে ১৫৩ রানেই পাঁচ উইকেট হারিয়ে ফেলে ভারত। কোহলি ও রায়না আউট হয়ে যাওয়ার পর রবীন্দ্র জাদেজার উপরেই ম্যাচ জেতানোর জন্য ভরসা করেছিল টিম। কিন্তু ধোনির সঙ্গে ভুল বোঝাবুঝির জন্য রান আউট হয়ে যান তিনি। জাদেজার থেকে মাত্র সাত রানই এসেছে এদিন। এরপর আম্বাতি রায়ডুকে সঙ্গে নিয়ে ভারতকে ম্যাচ জেতাতে ব্যাট ধরেছিলেন ধোনি। কিন্তু তার অপরাজিত ২৭ রান শেষ পর্যন্ত মুখরক্ষা করতে পারল না টিম ইন্ডিয়ার।



Comments
Loading...