Connecting You with the Truth

ভারতের অভ্যন্তরীণ রুটে চলাচলকারী ইন্দিগো এয়ারলাইনের বিমানে অগ্নিকাণ্ড

indigo_650_030814032412ভারতের অভ্যন্তরীণ রুটে চলাচলকারী ইন্দিগো এয়ারলাইনের একটি যাত্রীবাহী উড়োজাহাজের আন্ডারক্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

মুম্বাই থেকে ছেড়ে আসা ১৫০ যাত্রীবাহী উড়োজাহাজটি বুধবার সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে অবতরণের সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

তবে আন্ডারক্যারেজ থেকে ধোঁয়া বেরোনোর ব্যাপারটি আগে থেকেই এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) টাওয়ার বুঝতে পারায় বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যায় এ-৩২০ ফ্লাইটটি।

পরে এয়ারলাইনটির পক্ষ থেকে এক বিবৃতিতে দাবি করা হয়, এটিসি টাওয়ার থেকে আন্ডারক্যারেজে ধোঁয়া বেরোনোর খবর পাওয়ার পরই দ্রুত যাত্রীদের সরিয়ে নিতে ক্রুদের নির্দেশ দেন পাইলট। মাত্র ৭৫ সেকেন্ডের মধ্যেই জরুরি বহির্গমন পথ দিয়ে যাত্রীদের বের করে নেওয়া হয়। 

তবে এসময় হুড়োহুড়ি করতে গিয়ে কয়েকজন আহত হন বলেও স্বীকার করে এয়ারলাইন কর্তৃপক্ষ।

Comments
Loading...