ভারতের পাশে দাঁড়িয়েছেন মিসবাহ!

s-1স্পোর্টস ডেস্ক:
ভারত-পাকিস্তান। নাম দুটি শুনলেই কেমন যুদ্ধ আর শত্র“তার ঘ্রাণ পাওয়া যায়। খেলার ইতিহাসে তো বটেই। জাতিগত ঐতিহ্যেও তারা ‘চিরশত্র“’। এমন শত্র“র পাশে এসে দাঁড়িয়েছেন পাকিস্তানের সদ্য সাবেক অধিনায়ক মিসবাহ-উল হক। সেমিতে অস্ট্রেলিয়াকে হারাতে ভারতকে ‘টিপস’ দিয়েছেন তিনি। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। সেদিন স্পিনারদের ওপর বাড়তি নজর দিতে ভারতকে পরামর্শ দিয়েছেন মিসবাহ-উল হক। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া কোয়ার্টারে পাকিস্তানকে পরাজিত করে। ‘সিডনিতে অজিরা ভালো একজন স্পিনারের অভাব বোধ করবে। কেননা ঐতিহ্যগতভাবে এখানে স্পিনাররা ভালো করে। সেই ধারাবাহিকতায় ইমরান তাহিরও এখানে দারুণ সাফল্য পেয়েছে। তাই এখানে ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে অস্ট্রেলিয়া বেশ ঝামেলায় পড়বে।’ বলেন আন্তর্জাতিক ওয়ানডে থেকে অবসর নেয়া ৪০ বছর বয়সী মিসবাহ। সিডনিতে দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির শেষ ম্যাচে ২৬ রান দিয়ে চার উইকেট নিয়েছেন। আর জেপি ডুমিনি ২৯ রানের বিনিময়ে করেন হ্যাট্রিক। শ্রীলঙ্কা অলআউট হয়ে যায় মাত্র ১৩৩ রানে।

Comments (0)
Add Comment