Connecting You with the Truth

ভালুকায় গৃহবধূর আত্মহত্যা

ভালুকা, ময়মনসিংহ:

বুধবার বিকেল ৫টার দিকে ভালুকা উপজেলাধীন জামিরদিয়া ডুবালিয়াপাড়া গ্রামে হালিমা (২৬) নামের এক গৃহবধূর আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। হালিমা ময়মনসিংহ জেলার ধুবাউড়া গ্রামের হেলিম খাঁর কন্যা। গত আড়াই মাস আগে তার বর্তমান স্বামী মো. ফারুখ মিয়ার (৩৪) সাথে পালিয়ে বিয়ে হয় তার। স্থানীয় সূত্রে জানা যায়, হালিমা ও তার স্বামী ফারুখ মিয়া গত ১লা জুলাই জামিরদিয়া ডুবালিয়াপাড়া গ্রামের মো. আলাল মিয়ার বাড়িতে ভাড়া থাকতে শুরু করে। প্রতিদিনের মত স্বামী ফারুখ মিয়া কর্মস্থল হতে বাড়ি ফিরে হালিমাকে দরজায় দাঁড়িয়ে ডাক দেয়। কিন্তু কোন প্রকার সাড়া না দেওয়ায় বাড়িওয়ালাসহ কয়েকজন মিলে রুমের দরজা ভেঙ্গে ফেলে এবং ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় হালিমার মৃতদেহ দেখতে পায়। খবর পেয়ে ভালুকা মডেল থানার এসআই মো. মিরাজ মিয়া, স্থানীয় মেম্বার মো. আবুল হাশেম মিয়া, মহিলা প্যানেল চেয়ারম্যান হুসনে আরা বেগম ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় তারা হালিমার আত্মহত্যার কারণ জানতে চাইলে স্বামী মো. ফারুখ মিয়া বলেন, কিছু দিন যাবৎ অজানা একটি নম্বর থেকে ফোন আসত হালিমার মোবাইলে। এ ব্যাপারে তাকে জিজ্ঞাসা করলে হালিমা নানা কৌশলে ব্যপারটি এড়িয়ে যেতো বলে জানান ফারুখ। পরে হালিমার আত্মহত্যার সঠিক কারণ বের করার চেষ্টা করা হচ্ছে বলে জানান ভালুকা মডেল থানার এসআই মো. মিরাজ মিয়া। হালিমার মৃতদেহটি ময়না তদন্তের জন্য ময়মনসিংহ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Comments
Loading...