ভালোবাসা দিবসে পরীমনির বাগদান

porimoniবিনোদন ডেস্ক: ভালোবাসা দিবসকে স্মরণীয় করে রাখবেন এ ঘোষণা ফাগুনের প্রথম দিনই দিয়েছিলেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। তারই ধারাবাহিকতায় ভালোবাসা দিবসের প্রথম প্রহরে প্রিয় মানুষের সঙ্গে বাগদান সম্পন্ন করলেন এ অভিনেত্রী। গিয়াস উদ্দীন সেলিমের নির্মিতব্য চলচ্চিত্র স্বপ্নজাল সিনেমার শুটিং নিয়ে চাঁদপুরে ব্যস্ত রয়েছেন পরীমনি। সেখানেই বাগদান সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন এ অভিনেত্রী। তবে বর কে সে বিষয়ে এখনই কিছু বলতে চান না পরী।
এ প্রসঙ্গে চিত্রনায়িকা পরীমনি বলেন, ‘হঠাৎ করে বাগদান হয়ে গেল। আমার আঙুলে এখন প্রিয় মানুষটির দেওয়া আংটি। সত্যি এটা অন্যরকম অনুভূতি। এবারের ভালোবাসা দিবসটি আমার কাছে দারুণ আনন্দের। খুব শিগগিরই সবাইকে জানিয়ে বিয়ের অনুষ্ঠান করবেন। তার আগে ফেসবুকে বরের ছবি প্রকাশ করবেন। তবে পাত্র মিডিয়াঙ্গনের কেউ নন, তিনি পেশায় একজন ব্যবসায়ী বলে জানান পরী।

Comments (0)
Add Comment