Connecting You with the Truth

ভিডিওতে হোয়াইট হাউজ উড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে আইএস

newshot-e1407878812481মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউজে হামলার হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। সেসঙ্গে মার্কিন সৈন্যদের ওপরও হামলার হুমকি দেওয়া হয়েছে।

সর্বশেষ ইসলামিক স্টেটের একটি ভিডিওতে এমন হুমকি দিয়েছে আইএস। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান অনলাইন এক প্রতিবেদনে এ খবর জানায়। 

এবারের ভিডিওটি দেখতে অনেকটা চলচ্চিত্রের ট্রেইলারের আদলে তৈরি। এর শিরোনাম, ফ্লেমস অফ ওয়ার (যুদ্ধের দামামা)। এর ঠিক নিচ দিয়ে লেখা, ‘ফাইটিং হ্যাজ জাস্ট বিগান’ (সবেমাত্র যুদ্ধ শুরু)।

আইএসকে ‘দমাও ও ধ্বংস করো’ শিরোনামে বারাক ওবামা যে ক্যাম্পেইন শুরু করেছে তার প্রতিক্রিয়ায় ভিডিওটি প্রকাশ করা হয়েছে। 

তবে মঙ্গলবার প্রকাশিত ওই ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে।

Comments
Loading...