Connecting You with the Truth

ভিন্নরুপে মুন

b-3
বিনোদন ডেস্ক:
গান নিয়েই সারাবছর কাটে কণ্ঠশিল্পী মুনের। তবে নতুন বছরে ভিন্নরুপে দেখা যাবে তাকে। এবারই প্রথম একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন তিনি। নাম ‘পাগলের বাড়ি’। লিখেছেন ফেরারী ফরহাদ, পরিচালনায় রাশেদ রাহা। এ নাটকে আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, সোহেল খান, ফারুক আহমেদ, ড. ইনামুল হক, মিঠু প্রমুখ। ঢাকা ও আশপাশের এলাকায় এর দৃশ্যধারণ হয়েছে। শীঘ্রই চ্যানেল আইয়ে ‘পাগলের বাড়ি’র প্রচার শুরু হবে। মুন বলেন, ‘হঠাৎ করেই অভিনয়ের প্রস্তাব পেলাম। বিশেষ করে অভিনেতা সোহেল খানের অনুপ্রেরণায় কাজটি করছি। নাটকের গল্পে আমার চরিত্রের নাম নীলু। সে চোরের বউ। মজার একটি চরিত্রে অভিনয় করছি। বেশ ভালো লাগছে কাজটি করে। তবে গানই আমার সবকিছু।’ শীঘ্রই মুনের একটি মিউজিক ভিডিও বিভিন্ন চ্যানেলে প্রচার হবে। তারেক আনন্দের লেখা ‘পাগলামি’ শিরোনামের গানটিতে মশিউর বাপ্পীও কণ্ঠ দিয়েছেন। মধ্যপ্রাচ্যের বাহরাইনে চিত্রায়িত ভিডিওটি নির্মাণ করেছেন শাকিল দেওয়ান।

Comments
Loading...