Connecting You with the Truth

ভিলারিয়ালের বিপক্ষে ম্যাচের ইনজুরিতে মেসি-হাদ্দাদি

s-3
স্পোর্টস ডেস্ক:
লিওনেল মেসি ও বার্সেলোনার ভক্তদের জন্য দুঃসংবাদ বয়ে নিয়ে এসেছে মেসির ইনজুরি। ভিলারিয়ালের বিপক্ষে ম্যাচের পর ইনজুরিতে পড়েছেন মেসি এবং তরুণ স্ট্রাইকার মুনির আল হাদ্দাদি। ভিলারিয়ালের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে বার্সেলোনা। লা লিগার দ্বিতীয় ম্যাচে বেশ কষ্ট করে জিততে হয় বার্সেলোনাকে। ভিলারিয়েলের বিপক্ষে সান্দ্রো রামিরেজের শেষ দিকের একমাত্র গোলে জয় পেয়েছে তারা। ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেছেন আর্জেন্টাইন তারকা মেসি। গত মৌসুমে বেশ কিছু ম্যাচ মিস করেছিলেন বার্সার এ তারকা। আবারো ডান পাশের পেশীতে ব্যাথা অনুভব করছেন তিনি। ম্যাচ শেষে মেসি ক্লাবের মেডিকেল দলের শরনাপন্নও হয়েছেন। এদিকে বার্সার নতুন তারকা মুনির আল হাদ্দাদিও তার ডান উরুতে আঘাত পেয়েছেন। ম্যাচের এক ঘন্টা পর তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। দুই তারকাকে তাই ক্লাবের মেডিকেল দলের কাছে সোমবার পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হবে বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। মঙ্গলবার তাদের রিপোর্ট পাওয়া যাবে।

Comments
Loading...