জাতীয়
ভূমিক¤প সহনীয় শক্তিশালী দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র নির্মাণের পরামর্শ ড্যান মজিনার
স্টাফ রিপোর্টার:
শক্তিশালী ভূমিক¤প হলে ঢাকা শহরের এক-পঞ্চমাংশ ভবন ধসে পড়ার আশঙ্কা থাকায় তখনও যেন দাঁড়িয়ে থাকতে পারে, সেই ধরনের দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র নির্মাণের পরামর্শ দিয়েছেন ড্যান মজীনা। আর তা নির্মাণের উদ্যোগ নেয়া হলে তাতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেতে সহযোগিতার আশ্বাসও দিয়েছেন ঢাকায় দেশটির এই রাষ্ট্রদূত। রাষ্ট্রদূত মজীনা গতকাল ঢাকায় দুই দেশের সামরিক বাহিনীর দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ বিনিময় কর্মসূচি উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বক্তব্যে বাংলাদেশ সরকারের পরিসংখ্যানের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, রিখটার স্কেলে ৭ মাত্রার ভূমিক¤প হলে ঢাকা শহরের সাড়ে ৩ লাখ ভবনের মধ্যে ৭০ হাজারটি ধসে পড়বে। প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ভূমিক¤পকে সবচেয়ে ভয়াবহ এই কারণে মনে করা হয় এই কারণে যে তখন যারা উদ্ধার কার্যক্রম চালাবে তাদের কেন্দ্র এবং আহতদের চিকিৎসাস্থল হাসপাতালগুলোও ধসে পড়তে পারে। তাই শক্তিশালী ভূমিক¤প হলে তা মোকাবেলায় ৭ মাত্রার ক¤পনে টিকে থাকতে সক্ষম দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র নির্মাণের পরামর্শ দিয়েছেন ড্যান মজীনা। “আমি সরকারের (বাংলাদেশ) প্রতি আহ্বান জানাব, জরুরি ভিত্তিতে দ্রুততম সময়ে যেন তা করার বিষয়টি বিবেচনা করা হয়।” আর এতে বাংলাদেশের অনেক বন্ধুরাষ্ট্রও সহায়তা দিতে এগিয়ে আসতে পারে বলে মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। সেই সঙ্গে এই ধরনের বড় দুর্যোগ মোকাবেলায় শুধু অবকাঠামো তৈরিই শেষ কথা নয় বলে মনে করেন তিনি। “সরকারের নিশ্চিত করতে হবে যেন সঠিক সিদ্ধান্তটি নেয়া হয় এবং তা দ্রুত কার্যকর হয়।” আর দুর্যোগেও যেন সিদ্ধান্ত গ্রহণকারীদের পার¯পরিক যোগাযোগ নিরবচ্ছিন্ন থাকে, তা নিশ্চিত করার ওপরও জোর দেন মজীনা। “সেই ধরনের পরিস্থিতিতে সড়ক আটকে যেতে পারে, বিচ্ছিন্ন হতে পারে বিদ্যুৎ সংযোগ। তাতে তারা যেন হেঁটেও দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রে উপস্থিত হতে পারেন, তা নিশ্চিত করতে হবে।” এই পুরো কাজটি বেশ বড় বলে স্বীকার করেই যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের মন্তব্য, তা বাস্তবায়নের সক্ষমতা বাংলাদেশ সরকারের রয়েছে।
Highlights
কর্মচারী ‘নয়ন সিন্ডিকেটের’ দাপটে তটস্থ রমেক হাসপাতাল
Highlights
শেরপুরে মিথ্যা মামলার প্রতিবাদে উপজেলা ভাইস চেয়ারম্যানের সংবাদ সম্মেলন
জাতীয়
নৌকায় ভোট দিয়ে উন্নয়ন অব্যাহত রাখার আহ্বান সাংসদ সেলিমা আহমাদের
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য7 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে8 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়7 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়8 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস