খেলাধুলা

ভ্যান গালের ম্যান ইউ বড় বাধা: আগুয়েরো

Published

on


স্পোর্টস ডেস্ক:
আর্জেন্টাইন তারকা ফুটবলার সার্জিও আগুয়েরো মনে করেন, প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির শিরোপা জিততে সব থেকে বড় বাধা ম্যানচেস্টার ইউনাইটেড। আগুয়েরোর মতে, লুইস ভ্যান গালের দায়িত্বে ম্যান ইউ এবার নতুন মৌসুমে দারুন করবে। যা ম্যান সিটির জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়াবে। ম্যান সিটির হয়ে ৮৭ ম্যাচ খেলা আগুয়েরো বলেন, ‘আমি মনে করি এ বছর ম্যানচেস্টার ইউনাইটেড আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এছাড়া লিগে আমাদের চ্যালেঞ্জ জানাতে রয়েছে চেলসি, আর্সেনালের মতো বড় বড় দল।’ ক’দিন আগেই ম্যান সিটির হয়ে আরো পাঁচ বছরের চুক্তি নবায়ন করেছেন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে ইনজুরির কারণে নিজেকে ঠিক মতো মেলে ধরতে না পারা আগুয়েরো। নিজের প্রসঙ্গে অ্যাতলেতিকো মাদ্রিদের হয়ে ১৭৫ ম্যাচ খেলা এ স্ট্রাইকার বলেন, ‘গত সপ্তাহে আমি এখানে যোগ দিয়েছি। প্রচুর পরিশ্রম করে যাচ্ছি নিজের ফিটনেস ফিরে পেতে।’ নিজেকে শতভাগ প্রস্তুত করে মাঠে নামতে চান আগুয়েরো। ২৬ বছর বয়সী এ আর্জেন্টাইন ২০১১ সালে ম্যান সিটিতে যোগ দেন। নতুন চুক্তি অনুযায়ী ২০১৯ সাল পর্যন্ত সিটিতেই খেলবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version