ভ্রাম্যমান আদালতে পিরানহা মাছ জব্দ ও মৎস্য ব্যবসায়ীর অর্থদন্ড
বড়াইগ্রাম প্রতিনিধি, নাটোর:
বড়াইগ্রামের বনপাড়া বাজারে মঙ্গলবার স্থানীয় ভ্রাম্যমান আদালত কর্তৃক পরিচালিত একটি অভিযান ৫০কেজি পিরানহা মাছ জব্দ করে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. শরীফুন্নেসার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পিরানহা মাছ বিক্রয় করার অপরাধে তায়েজুল ইসলাম নামক এক মৎস ব্যাবসায়ীকে ৫০০/- টাকা জরিমানা করার পাশাপাশি তার কাছ প্রাপ্ত সকল মাছ জব্দ করা হয়। পরে উদ্ধারকৃত ৫০কেজি মাছ ধানাইদহ, রাজাপুর, গুদড়া ও কারবালা এলাকার বিভিন্ন এতিমখানায় দান করা হয়েছে বলে জানা গেছে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পিরানহা মাছ চাষ ও বিক্রয় আইনত নিষিদ্ধ ও দন্ডনীয় এবং এ কারণেই তাকে উক্ত দণ্ডে দণ্ডিত করা হয়েছে।