মগবাজারে ৩ খুন, ৫ দিনের রিমান্ডে গ্রেফতারকৃত জনি
স্টাফ রিপোর্টার:
মগবাজারে ৩ খুনের ঘটনায় গ্রেফতারকৃত জাকির হোসেন জনির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার গ্রেফতার করা হয় জনিকে। মামলার তদন্ত কর্মকর্তা (আইও) গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) বাহাউদ্দিন ফারুকী গতকাল দুপুরে তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান। রিমান্ড আবেদনের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তারেক মইনুল ইসলাম ভূঁইয়ার আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গ্রেফতারকৃত সোহেল ও ফারুককে শনিবার থেকে ৫ দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ। গত বৃহ¯পতিবার রাত ৮টার দিকে মগবাজারের নয়াটোলা এলাকার সোনালীবাগের একটি বাড়িতে গুলি করে হত্যা করা হয় বৃষ্টি আক্তার ওরফে রানু, বিল্লাল হোসেন ও মুন্না নামের তিনজনকে।