Connecting You with the Truth

মঙ্গোলিয়ার বিপক্ষে জয় শেখ রাসেলের

s-2
স্পোর্টস ডেস্ক:
এএফসি প্রেসিডেন্টস কাপের চূড়ান্ত পর্বে নিজেদের প্রথম ম্যাচে শনিবার মঙ্গোলিয়ার আরচিম ক্লাবের বিপক্ষে জয় পেয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। কলম্বোর সুগা থাদাসা স্টেডিয়ামে দুপুর দেড়টায় শুরু হওয়া এ ম্যাচে ১-০ গোলে আরচিমকে হারায় শেখ রাসেল। এমিলি- মিঠুন-মামুনদের একের পর এক আক্রমণ ঠেকাতে ব্যস্ত ছিল আরচিমের রক্ষণভাগ। বাছাইপর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে গত বৃহস্পতিবার শ্রীলঙ্কার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে শেখ রাসেল ক্রীড়া চক্র রওনা দেয়। ৬টি দলের এ আসরে শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে দেশ ত্যাগ করে শেখ রাসেল। ‘বি’ গ্র“পের পরের খেলায় শেখ রাসেলের প্রতিপক্ষ উত্তর কোরিয়ার রিমিওংসু। সে ম্যাচে জয় পেলেই গ্র“প চ্যাম্পিয়ন হয়ে ফাইনালে উঠবে বাংলাদেশের দলটি। গত মার্চে বাছাইপর্বে দুই জয় ও এক ড্র নিয়ে প্রথম বাংলাদেশী ক্লাব হিসেবে এএফসি প্রেসিডেন্টস কাপে খেলার যোগ্যতা অর্জন করে শেখ রাসেল।


Comments
Loading...