Connecting You with the Truth

মডেল ডিজে সনিকা এবার টিভি নাটকে

বিনোদন ডেস্ক:DJ_Sonica_18
ডিজে সনিকা সম্প্রতি একটি মিউজিক ভিডিও এর মডেল হয়েছেন। এবার তিনি নাম লেখালেন টিভি নাটকে। এখন তার হাতে রয়েছে দুটি নাটক। নাটকগুলো হলো ‘লাস্ট সিকুয়েন্স’ ও ‘ত্রিপল এফ’। ‘লাস্ট সিকুয়েন্স’ লিখেছেন রুদ্র মাহফুজ এবং পরিচালনা করেছেন বি ইউ শুভ। আর ‘ত্রিফল এফ’ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্নাহ। নাটকগুলো নিয়ে ডিজে সনিকা বলেন, ‘অভিনয় বেশ উপভোগ করছি। এর আগে একটি নাটকে অতিথি চরিত্রে অভিনয় করেছিলাম। কিন্তু এবার পুরো নাটকের গল্পে থাকছি। ‘লাস্ট সিকুয়েন্স’ নাটকে আমাকে একজন ডিবি অফিসার এবং ‘ত্রিপল এফ’ নাটকে ডিজে রুপে দেখবেন দর্শকরা।’ ‘লাস্ট সিকুয়েন্স’ নাটকে তানভির, তানহা, ইরফান সাজ্জাদ, তিথি কবির এবং ‘ত্রিফল এফ’ নাটকে ডিজে সনিকার সহশিল্পী হিসেবে অভিনয় করছেন পিয়া, শ্রেয়া প্রমূখ। জানা যায়, খুব শিগগিরই যে কোন টিভিতে এ নাটক দুটোর প্রচার শুরু হবে।

Comments
Loading...