মতানৈক্যে জড়ালেন ঘনিষ্ঠ দুই তারকাবন্ধু আমির-রানী
বিনোদন ডেস্ক:
গুলাম ছবিতে এই দুই জুটির রসায়ন কেবল ছবিকে সফলই করেনি। আমির রানীর জুটিকে দর্শকরা সাদরে গ্রহণও করে ছিলেন। তবে রূপালি পর্দার রসায়ন কিন্তু উপস্থিত ছিল পর্দার বাইরেও। হ্যাঁ, ঠিকই ধরেছেন। দুই তারকার প্রেমের গুঞ্জনে তখন পুরো বলিউড পাড়া মুখরিত ছিল। কিন্তু বরাবরই রানী আমিরের ঘনিষ্ঠ বন্ধু বলেই দাবি করে আসতেন। তবে সম্প্রতি শোনা যাচ্ছে এই দুই ভালো বন্ধুর স¤পর্কে চির ধরতে শুরু করেছে। আসলেই কি তাই? রানীর মুক্তিপ্রাপ্ত ‘মারদানি’ ছবি ঘিরেই তাদের মতের এ অমিল তৈরি হয়েছে। রানী চাইছেন ছবিটিকে ‘এ’-এর পরিবর্তে ‘ইউ/এ’ (অপ্রাপ্তবয়স্কদের জন্য গ্রহণযোগ্য ছবি) সার্টিফিকেট দেয়া হোক। কিন্তু আমির খান ‘এ’ সার্টিফিকেটের পক্ষে সাফাই গাইছেন। সেন্সর বোর্ড ছবিটিকে ‘এ’ (প্রাপ্তবয়স্কদের ছবি) সার্টিফিকেট দিয়েছে। কারণ এতে বেশকিছু অশালীন শব্দ রয়েছে। শুধু তাই নয়, এতে অন্তরঙ্গ কিছু দৃশ্যও রয়েছে। তাই ভারতের ফিল্ম সার্টিফিকেশন বোর্ড ‘এ’ তকমা লাগিয়ে ছবিটি প্রচার করার অনুমতি দিয়েছে। তবে এটি মানতে পারছেন না রানী। সে কারণেই সম্প্রতি তিনি ইউ/এ সার্টিফিকেট চেয়ে বোর্ডের কাছে আবেদন করেছেন। এদিকে রানীর বন্ধু আমির খান বলছেন, ছবিটি ইউ/এ সার্টিফিকেটের জন্য উপযুক্ত নয়। তিনি মনে করেন, ছবিটি দেখলে শিশুদের মনে বিরূপ প্রভাব পড়তে পারে। এ প্রসঙ্গে আমির খান বলেন, ‘এ ছবিতে এমন কিছু অশ্লীল শব্দ রয়েছে, যা শিশু-কিশোরদের জন্য উপযুক্ত নয়। এ ছাড়া ছবিতে একাধিক ঘনিষ্ঠ ও মারকুটে দৃশ্য রয়েছে। ফলে আমি চাই, ছবিটি উপযুক্ত রেটিং দিয়েই প্রদর্শন করা হোক।’ আমির আরো জানান, রানী তার বেশ ভালো বন্ধু। কিন্তু ছবিটি নিয়ে পরস্পরের মতের অমিল হতেই পারে। এতে তাদের বন্ধুত্বের ওপর বিন্দুমাত্র প্রভাব পড়বে না। বর্তমানে রানী মুখার্জি ‘মারদানি’ ছবির প্রচার চালাচ্ছেন। এদিকে আমির ‘পিকে’ ছবি নিয়ে ব্যস্ত সময় পার করছেন।