আন্তর্জাতিক
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে হামলায় ৩৪ জন নিহত
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের একটি প্রত্যন্ত গ্রামে সেলেকা আন্দোলনের সদস্যদের কয়েক দফা হামলায় অন্তত ৩৪ জন নিহত হয়েছে।
রাজধানী বাঙ্গুয়ের নিকটবর্তী একটি শহরের মেয়র বেইনবেনু সারাপাতা বলেছেন, গত সপ্তাহে সেলেকা আন্দোলনের সদস্যরা এ হামালা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেলেকা আন্দোলনের সদস্যরা আশপাশের আরো কয়েকটি গ্রামে হামলা চালানোর হুমকি দিয়েছে।
এদিকে আগামী মাসের মাঝামাঝি সময়ে এখানে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের কথা রয়েছে।
গত বছরের মার্চে খৃস্টান সশস্ত্র গোষ্ঠীগুলো এক সমন্বিত হামলা চালিয়ে সেলেকা নিয়ন্ত্রিত সরকারের পতন ঘটানোর পর গত ডিসেম্বর থেকে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে অস্থিরতা বিরাজ করছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ দেশটিতে আফ্রিকান ইউনিয়ন ও ফ্রান্সের যৌথ সেনা পাঠানোর আইন পাস করার পর ফ্রান্স গত বছরের ডিসেম্বরে সেখানে সেনা অভিযান চালায়।
২০১৪ সালের মার্চ মাসে জাতিসংঘের মানবাধিকার এবং জরুরি ত্রাণ বিষয়ক উপ মহাসচিব ভ্যালেরি আমোস বলেন, সশস্ত্র খ্রিস্টানদের সহিংসতায় কে লাখেরও বেশি মুসলমান রাজধানী বাঙ্গুই ছেড়ে অন্যত্র পালাতে বাধ্য হয়েছেন। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের নতুন প্রধানমন্ত্রী মাহামাত কামুন তার দেশে জাতিগত ও ধর্মীয় সংঘাত নিরসন করে শান্তি প্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন।
গত ১১ আগস্ট নয়া প্রধানমন্ত্রী বলেন, তিনি দেশে শান্তি স্থাপন ও মানবিক সংকট মোকাবিলা করে একটি অংশগ্রহণমূলক সরকার প্রতিষ্ঠা করবেন। প্রধানমন্ত্রী হিসেবে নিজের প্রথম সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা করাই হবে তার প্রধান কর্তব্য।
Highlights
মিথ্যা মামলায় গ্রেফতারের একদিন পরই অব্যহতি পেল হিজবুত তওহীদ ইন্ডিয়া ফাউন্ডেশনের সদস্যরা
Highlights
ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার হামলা, নিহত ৮
Highlights
মার্কিন ড্রোন ভূপাতিত করে পুরস্কার পেলেন রাশিয়ান পাইলটরা
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য8 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে9 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়8 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়9 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস