Connecting You with the Truth

মমতাজকে গ্রেফতারের দাবি জানিয়েছে ভারতের

interview-with-momtaz
রঙ্গমঞ্চ ডেস্ক:
সঙ্গীতশিল্পী ও আওয়ামী লীগের সাংসদ মমতাজ বেগমকে প্রতারণার মামলায় গ্রেফতারের দাবি জানাল ভারত সরকার। পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকেও মমতাজের বিরুদ্ধে ইন্টারপোলের রেড কর্নার নোটিশ জারির সুপারিশ করা হয়েছে। তাকে গ্রেফতারে ভারতের বিদেশ মন্ত্রকের পাশাপাশি ভারতে বাংলাদেশ হাইকমিশনারকেও সাহায্য করতে বলা হয়েছে। আজ এই খবর দিয়েছে কলকাতার দৈনিক আজকাল। ঢাকার ভারতীয় হাইকমিশন সূত্রে জানা গিয়েছে, মমতাজকে গ্রেফতারের ব্যাপারে তাদের বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে। ২০০৯ সালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে একটি স্টেজ শো করবেন বলে পাঁচ লাখ টাকা অগ্রিম নিয়েও মমতাজ যাননি। এরপর বহরমপুর আদালতে তার বিরুদ্ধে প্রতারণার মামলা করা হয়। গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়। ঢাকার ভারতীয় হাইকমিশন সূত্রে জানা গিয়েছে, মমতাজের ভারতে যাওয়ার মালটিপল ভিসা বাতিল করা হয়েছে।

Comments
Loading...