Connecting You with the Truth

মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ইপিজেড থানায় র‌্যালি ও পুষ্প অর্পণ

IMG_20160221_091307মাহাবুর হাসান মিলন, চট্টগ্রাম: চট্টগ্রাম ইপিজেড নগরীর ৩৯নং ওয়ার্ড ইপিজেড থানা জাতীয় পার্টি (জেপি)র সভাপতি জামাল হোসেন ও সাধারণ সম্পাদক এডভোকেট বরকত উল­াহ খানের নেতৃত্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে এক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি চট্টগ্রাম ইপিজেড মোড় দিয়ে বন্দর টিলা হয়ে দঃ হালিশহর উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয়। অতপর মহান একুশের শহীদদের স্মরণে পুষ্প স্তবক অর্পন করা হয় দঃ হালিশহর উচ্চ বিদ্যালয় শহীদ মিনার বেদীতে।
উক্ত র‌্যালিতে আরো অংশ গ্রহণ করেন চট্টগ্রাম মহানগর জেপির সাধারণ সম্পাদক ডা. বেলাল মৃধা সহ ইপিজেড থানা জাতীয় পার্টি (জেপি)র অসংখ্য নেতৃবৃন্দ।
পুষ্প স্তবক অর্পণ শেষে নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এডভোকেট বরকত উল­াহ বলেন, আমরা একুশের শহীদদের ভুলি নাই, ভুলবো না। অনেক ত্যাগের বিনিময়ে পাওয়া আমাদের প্রতিটি বাংলা অক্ষর আমাদের গর্ব। যাদের বিনিময়ে আমরা এই অক্ষর পেয়েছি তাদের প্রতি জানাই আমাদের বিনম্র শ্রদ্ধা।

Comments
Loading...