বিনোদন
মহাপরিকল্পনায় আমির
বিনোদন ডেস্ক :
গত বছরের ১৯ ডিসেম্বর মুক্তি পেয়েছে আমির খান -করন জোহরের পিকে ছবি। এখন আমির খান আর করন জোহর-এর মধ্যে নাকি বিশাল গন্ডগোল। করন নাকি আমিরের কথা মাথায় রেখে ‘একটু বেশি বয়সী প্রেমের গল্প ‘ লিখছিলেন। কিন্তু দু’জনের সমস্যার কারণে আপাতত নাকি তাতে দাড়ি পড়েছে। আর করনকে এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হয় নানা খুটিনাটিও। তার কথায়, ‘কী বোকা বোকা কথা! আমির আর আমার মধ্যে দারুণ সম্পর্ক। আমরা খুব সুন্দর সময় কাটাই। এইসব গল্প কোথা থেকে আসে, কারা ছড়ায়, কিছুই বুঝতে পারি না?’ তাহলে ছবির কথাটা এল কোথা থেকে। সেই প্রসঙ্গেও করন বলছেন, ‘হ্যাঁ, এটা সত্যি আমির আর আমি একটা প্রোজেক্ট একসঙ্গে করার কথা ভেবেছিলাম। ঠিকঠাক গল্প এখনও পাইনি। পেলেই আমরা ছবিটা করব?’ গল্প পাওয়া যাচ্ছে না, ব্যক্তিগত সমস্যা নাকি আমিরকে নিয়ে বিতর্ক, কোনো কারণে ওই ছবির কাজটা হচ্ছে না, তা নিয়ে অবশ্য কোনও কথা কেউ-ই জানে না। কারণ এখন ব্যস্ত তার পরের ছবির কাজ নিয়ে। রণবীর কাপুর, অনুষ্কা শর্মা, ঐশ্বর্য রাই বচ্চন সেই ছবিতে কাজ করছেন। করনও জানিয়েছেন, ‘আমার পরের ছবিটা একেবারে অন্য ধরনের হতে চলেছে। সমস্ত এনার্জি সঞ্চয় করে রাখছি। আমিরকে নিয়ে ওই ছবিটায় পুরোদমে ঝাঁপাবো বলে’ ইন্ডিয়ান টাইমস।
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য7 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে8 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়7 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়8 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস