Connecting You with the Truth

মহারাষ্ট্রে প্রবল মৌসুমি বৃষ্টিতে ৯ জনের মৃত্যু

%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0অনলাইন ডেস্ক: ভারতের মহারাষ্ট্রে প্রবল মৌসুমি বৃষ্টিতে ৯ জন মারা গেছে। এদের মধ্যে বন্যায় মারা গেছে পাঁচজন। সোমবার মহারাষ্ট্রের মারাথবাদার বিভাগীয় কর্মকর্তারা জানান, রবিবার অঞ্চলটির জালনা ও নান্দেদ জেলায় বজ্রপাতে চারজন মারা গেছে।
এদিকে ভারি বৃষ্টিপাতের পর আকস্মিক বন্যায় মহারাষ্ট্রের বিদ ও লাতুর জেলায় পাঁচজন পানিতে ডুবে মারা যায়। তবে তাদের পরিচয় জানা যায়নি। বিদ জেলার কোনো কোনো এলাকায় ১২ ঘণ্টারও কম সময়ে একশ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত হচ্ছে।
এছাড়াও বিন্দুসারা ও মাঞ্জারাসহ অধিকাংশ নদীর পানি উপচে বীজতলা প্লাবিত হয়েছে। এতে অঞ্চলটির পাঁচ থেকে সাত লাখ হেক্টর এলাকার ফসল নষ্ট হয়ে গেছে। পাশাপাশি বন্যায় ক্ষেতের বহু শস্য ভেসে যাচ্ছে। বাসস।

Comments
Loading...