Connecting You with the Truth

মহেশপুরে এনপিকে ও গুটি ইউরিয়া বিপণন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

 মহেশপুর, ঝিনাইদহ:
ঝিনাইদহের মহেশপুর উপজেলা কৃষি অফিস চত্বরে গত মঙ্গলবার এনপিকে ও গুটি ইউরিয়া বিপণন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছিমা খাতুন দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন। এনপিকে ও গুটি ইউরিয়া উৎপাদন, ব্যবহার ও বিপণন বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক হযরত আলী।
উপজেলার ৪২ জন খুচরা সার বিক্রেতা, ৬ জন ব্রিকুয়েট মেশিন মালিক ও ৫ জন বিসি আইসি’র ডিলার কর্মশালায় অংশ নেন। আইএফডিসি’র আপি প্রকল্পের প্রশিক্ষক ড. ফরহাদ, এগ্রিকালচার স্পেশালিস্ট হাফিজুর রহমান ও বিজনেস কর্মকর্তা নাজমুল হক সার বিক্রেতাদের প্রশিক্ষণ প্রদান করেন।
কর্মশালায় বক্তব্য রাখেন মহেশপুর কৃষি কর্মকর্তা রইচ উদ্দিন, ঝিনাইদহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা খান মোহাম্মদ মনিরউদ্দিন, বিএফএ জেলা সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।

Comments
Loading...