মাইর দেখে ভয় পেলেন প্রসূন
বিনোদন ডেস্ক:
অভিনেত্রী প্রসূন আজাদ মাইর দেখে ভয় পাবেন এটা ভাবা যায়? কিন্তু তাই হলো। ১৭ সেপ্টেম্বর উত্তরার একটি শুটিং বাড়িতে গিয়ে দেখা যায় মাইর দেখে ভয়ে আঁতকে আছেন তিনি। তার সামনে অভিনেতা সবুজ একাধারে বিভিন্ন মারপিটের অঙ্গভঙ্গি করছেন। আর তাই দেখে ভয়ে পেয়ে যান প্রসূন। পরে অবশ্য প্রসূন নিজেও মারপিট করেন সবুজের সঙ্গে। আর এর সবই করতে হয়েছে একটি ঈদ ধারাবাহিকের জন্য। ‘ফিল্মি বাড়ি’ নামে এ ধারাবাহিকটি দেশ টিভির জন্য নির্মাণ করছেন ফয়সাল রাজীব। আর এটি রচনা করেছেন বিনয় দত্ত। মাইর দেখে ভয় পেলেন প্রসূন ফয়সাল রাজিব জানান, এ নাটকে আরো অভিনয় করছেন ওবিদ রেহান, মুকুল সিরাজ, মার্শাল প্রমুখ।