Connecting You with the Truth

মাগুরায় দুর্বৃত্তের হামলায় একব্যক্তি নিহত

nihoto-nnbd

 

 

 

 

 

 

 

মাগুরা প্রতিনিধি:
মাগুরার মহম্মদপুর উপজেলার নারানপুর গ্রামে পংকজ বসু (৫২) নামে একব্যক্তিকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। বিনোদপুর গ্রামের বাসিন্দা ডা. রবিন বিশ্বাস জানান, রাত ৮টার দিকে বাড়ি ফেরার পথে মধ্যপাড়া জামে মসজিদের পাশে পংকজ বসুকে কুপিয়ে মারাত্মক জখম করে ৭/৮জন দুর্বৃত্ত। প্রথমে তাকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যান। মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, তার মৃত্যুর বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। দুর্বৃত্তদের ধরতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে মাগুরার পুলিশ সুপার জিহাদুল কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Comments
Loading...