মাগুরায় শ্রী শ্রী লোকনাথ বাবার জন্মবার্ষিকী পালন
নির্মল কুমার সরকার, মাগুরা:
গত বৃহস্পতিবার বিকাল ৫টার সময় মাগুরার শিয়ালজুড়িতে শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রমে লোকনাথ বাবার জন্মবার্ষিকী পালিত হয়। বাবু জগদিশ শিকদারের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু বিরেন্দ্র নাথ মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু গোবিন্দ চন্দ্র সাহা।
এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন বাবু অশোক গোসাই, সুনিল গোস্বামি, দেবেন্দ্রনাথ মাস্টার, নিতাইপদ বিশ্বাস প্রমুখ। এতে বাংলাদেশ হিন্দু মহাজোট কমিটি গঠন প্রসঙ্গে আলোচনার পাশাপাশি বাবা লোকনাথ এর জন্ম এবং এই পৃথিবীতে তার আগমনের উদ্দেশ্য বিষয়টিও স্থান পায়। পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্য ও প্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।