Connecting You with the Truth

মাদক আইনে দুই ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড

Madok

 

 

 

 

 

 

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ১ম এর বিচারক শেখ মো. নাসিরুল হক এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার শালদিঘি আশ্রয় কেন্দ্রের তোতা মিয়ার ছেলে মাদক ব্যাবসায়ী আজিজুল ইসলাম (৩২) ও মোফাজ্জল ইসলাম (২৯)। এরা দুজনেই জামিনে বেরিয়ে পলাতক রয়েছেন। মামলা সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২৩ সেপ্টেম্বর সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বরে গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশ। এ সময় ঠাকুরগাঁও থেকে ঢাকাগামী বাবলু পরিবহনের যাত্রীবাহী একটি বাস (ঢাকা মেট্র-ব-১৪-১০৫৬) থেকে বিশেষ কায়দায় প্লাস্টিকের পাইপে লুকানো অবস্থায় প্রায় ৭ লিটার ফেনসিডিলসহ আজিজুল ইসলাম ও মোফাজ্জল ইসলামকে আটক করা হয়। পরে এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়। মামলার সাক্ষী প্রমাণ শেষে আদালত গতকাল এ রায় দেন।

Comments
Loading...