ঢাকা বিভাগ
মাদারীপুরে ভাবীর হাতের রগ কেটে দিয়েছে নেশাগ্রস্ত দেবর
মাদারীপুর প্রতিনিধি ॥
মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের সুচিয়ারভাঙ্গা গ্রামে বড় ভাবীর হাতের রগ কেটে দিয়েছে নেশাগ্রস্ত দেবর।
স্থানীয়, পারিবারিক ও আহত গৃহবধু সূত্রে জানা গেছে, ঢাকার আনিছুর রহমান রানার মেয়ে মিষ্টি বেগমের সাথে (২৩) মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের সুচিয়ারভাঙ্গা গ্রামের কাশেম সেরনিয়াবাদের ছেলে ফেরদাউস সেরনিয়াবাদের বিয়ে হয়। বিয়ের পর তাদের একটি মেয়ে সন্তান হয়। পরে স্বামী দুবাই চলে যায়। এরপর থেকে নেশাগ্রস্ত দেবর আলী সেরনিয়াবাদ ঐ গৃহবধু মিষ্টি বেগমকে নানাভাবে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করতে থাকে।
এরই জের ধরে নেশার টাকার জন্য শুক্রবার বিকেলে গৃহবুকে দা দিয়ে আঘাত করলে তার মাথার কিছু অংশ ফেটে যায় এবং হাতের রগ কেটে যায়। এই ঘটনায় পরিবারের লোকজন ঐ গৃহবুকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেছে।
পরে এই ঘটনাটি শনিবার দুপুরে ঐ গৃহবধু সাংবাদিকদের জানায়। সরেজমিনে হাসপাতালে গেলে গৃহবধুকে যন্ত্রণায় ছটফট করতে দেখা যায়।
এসময় ঐ গৃহবধু মিষ্টি বেগম বলেন, আমার দেবর নেশা করে। নেশার টাকার জন্য আমাকে প্রায় চাপ সৃষ্টি করে। সেই সাথে আমার স্বামী বিদেশ থাকায় প্রায় নানা ধরণের নির্যাতন করে সে। আমি এই নির্যাতন থেকে মুক্তি চাই।
এ ব্যাপারে গৃহবধুর শ্বাশুরী ইজ্জাতন বেগম বলেন, আমার ছেলের মাথায় সমস্যা আছে। তাই এই ঘটনা ঘটিয়েছে। তবে আমি আমার বড় ছেলের বউকে নিজ দায়িত্বে হাসপাতালে ভর্তি করে তার চিকিৎসার করে যাচ্ছি।
মাদারীপুর মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা আক্তার কণা বলেন, গৃহবধুর ব্যাপারে সব ধরণের সহযোগিতা করা হবে।
মাদারীপুরের নারী উন্নয়ন সংস্থা নকশি কাথার নির্বাহী পরিচালক সাংবাদিক আয়শা সিদ্দিকা আকাশী বলেন, সরেজমিনে গিয়ে ঐ গৃহবধুর খোজ খবর নেয়া হয়েছে। গৃহবধুর চাইলে তাকে আইনের সহযোগিতাসহ সব ধরণের সহযোগিতার ব্যবস্থা করে দেয়া হবে।
মাদারীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল মোর্শেদ বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য8 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে9 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়8 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়9 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস