Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মাদুরোর পর যুক্তরাষ্ট্রের নিশানায় কে? স্বরাষ্ট্রমন্ত্রী কাবেলোকে ট্রাম্পের কঠোর বার্তা

আন্তর্জাতিক ডেস্ক:

ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর এবার দেশটির প্রতাপশালী স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলোর দিকে নজর দিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসন কাবেলোকে সতর্ক করে বলেছে, তিনি যদি যুক্তরাষ্ট্রের শর্ত মেনে অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজকে সহযোগিতা না করেন এবং দেশে শৃঙ্খলা বজায় রাখতে ভূমিকা না রাখেন, তবে যুক্তরাষ্ট্রের পরবর্তী নিশানা হতে পারেন তিনিই।

ঘটনা সম্পর্কে অবগত একাধিক সূত্রের বরাতে জানা গেছে, মাদুরোর অবর্তমানে ভেনেজুয়েলা এখন একটি রূপান্তরকালীন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে দেশে স্থিতিশীলতা বজায় রাখতে যুক্তরাষ্ট্র সাময়িকভাবে কাবেলোসহ মাদুরোর ঘনিষ্ঠদের ওপরই নির্ভর করার কৌশল নিয়েছে। সূত্র জানায়, মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার পর ওয়াশিংটন মধ্যস্থতাকারীদের মাধ্যমে দিওসদাদো কাবেলোর সঙ্গে যোগাযোগ করেছে। তাকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, যদি তিনি প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন, তবে তাকেও মাদুরোর ভাগ্যবরণ করতে হবে অথবা নিজের জীবন বিপন্ন হতে পারে।

অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের সঙ্গে কাবেলোর পুরোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা, এই সুযোগে কাবেলো পরিস্থিতি অস্থিতিশীল করতে পারেন। তাই ওয়াশিংটন একদিকে তাকে চাপে রেখে সহযোগিতা আদায়ের চেষ্টা করছে, অন্যদিকে দীর্ঘমেয়াদে তাকে ক্ষমতার বাইরে ঠেলে দিয়ে নির্বাসনে পাঠানোর পথও খুঁজছে। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নিশানায় আরও রয়েছেন ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ। স্বরাষ্ট্রমন্ত্রী কাবেলোর মতো পাদ্রিনোও যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগে অভিযুক্ত।

Leave A Reply

Your email address will not be published.